Tuesday, 9 March 2010

রেনেসাঁ

আধুনিক শিল্পের ব্যপ্তির কারণ পঞ্চদশ শতাব্দীর ইতালীর রেনেসাঁ৷ পঞ্চদশ শতাব্দীর আগে সমসত্ম কিছুই উত্‍সর্গকৃত ছিলো ঈশ্বরের জন্য , মানুষ ছিলো নিমিত্ত মাত্র , এমনকি শিল্পচর্চার লৰ্যও ছিলো ঈশ্বরের কৃপালাভ৷
রেনেসাঁ কথাটির অর্থ পূনর্জাগরন এবং এ শব্দটি এসেছে ল্যাটিন ভাষা হতে৷ শিল্পকলার ইতিহাসে রেনেসাঁ শব্দটি একটি উলেস্নখযোগ্য ঘটনা৷ এ শতকে সাহিত্য , দর্শন , চিত্রশিল্প , ভাস্কর্য , রাষ্ট্র ও সমাজ চেতনায় সর্বোপরি ক্লাসিকাল বিদ্যা চর্চার পূনারাম্ভ, বৈজ্ঞানিক মনোবৃত্তির উন্মেষ ইউরোপে বিশেষ করে ইতালীতে মানুষের কল্পনা প্রেরনা ও কর্মশক্তির উদ্বোধনই ইতিহাসে রেনেসাঁ বা পুনর্জাগরন নামে খ্যাত৷
রেনেসাঁকে ব্যাপক অর্থে মানুষের বুদ্ধি বিবেকের বিকাশ বলা যায়৷ রেনেসাঁ ইউরোপের মানুষকে মধ্যযুগীয় গতানুগতিকতার সব রকম বন্ধন হতে মুক্তি দিয়েছে৷ মানুষের মধ্যে এনে দিয়েছে ধর্ম নিরপেৰতা সমান চেতনা ও মূল্যবোধ৷
রেনেসাঁর সময়কালকে ২টি পর্যায়ে ভাগ করা যায় : ১ আর্লি রেনেসাঁ
এবং ২ হাই রেনেসাঁ
ফ্লোরেন্সে পঞ্চদশ শতকের প্রথম দিকে রেনেসাঁর সূচনা হয়েছিলো৷ সেখান হতে ইতালীর অন্যান্য স্থানে ও ইউরোপের বিভিন্ন দেশে এর বিসত্মার হয়৷
ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে মানবতাবাদ এসে ইতালীতে অনুপ্রবেশ করে৷ ক্লাসিকাল গ্রিক ও রোমান সভ্যতার প্রতি অনুরাগ রেনেসাস আন্দোলনের অন্যতম কারন৷ সবার উপরে মানুষের মর্যাদা ও মহিমা এবং রক্তমাংসের মানুষের অনুভ্থতির প্রতি তাদের ছিলো সুগভির বিশ্বাস৷ তাদের চোখে মানুষই ছিলো সৃষ্টির কেন্দ্রবিন্দু৷ এই সময় প্রাচীন শাস্রসমূহ ব্যকরন ও অলংকার শাস্ত্রের প্রতি একদল পন্ডিত ঝুঁকেপড়ে৷ এদের উত্তর সূরিরাই পরবর্তীকালে রেনেসাঁস যুগের মানবতাবাদী নামে পরিচিত হন৷
মানবতাবাদের আবির্ভাবের প্রাথমিক পর্যায়ে শুধুমাত্র প্রচীন জ্ঞান নিয়ে পড়াশোনা হচ্ছিলো৷ বিশেষ করে গ্রীক ও রোমান জ্ঞান চর্চার অনুকরনেই তা চলছিলো৷ কিন্তু ১৫৫০ খৃঃ এর পর মানবতাবাদ অনেকটা উদার হলো৷ এ সময় বিজ্ঞান পাঠ এর অনত্মর্ভূক্ত হয়৷
পত্রাককে মানবতাবাদের জনক বলা হয়৷ তিনি প্রাচীন পান্ডুলিপিসমুহ গভীর মনোযোগের সাথে পাঠ করতেন৷ রেনেসাঁ হচ্ছে শুধু ক্ল্যাসিক্যাল জ্ঞান বিজ্ঞানের পুনর্জাগরনই নয় বরং ক্ল্যাসিক্যাল আত্মার পূনর্জাগরন৷
বহির্বিশ্ব চেতনা , মুদ্রন কৌশলের আবিষ্কার , বাণিজ্যের প্রসারতা , ধ্রুপদি বিদ্যার পুনর্চর্চা এবং তার ফলে জাতীয় আত্ম প্রত্যয়ের উদ্বোধন সবকিছুই সমবেত অনুপ্রেরনাতেই ইউরোপীয় সংস্কৃতির এই নবজাগরন৷

No comments:

Post a Comment